মুন্সীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় স্বামী,শশুর ও শাশুরী পলাতক রয়েছে।
জানা গেছে, গত ৩ বছর আগে সদর উপজেলার হাটলক্ষিগঞ্জ এলাকার শফিউদ্দিন শেখ এর মেয়ে ইতি আক্তার (২১) এর সাথে একই উপজেলার গজারিয়া কান্দি গ্রামের সোলেমান সরকারের ছেলে ফরিদ সরকারে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর বাড়ীর লোকজন বিভিন্ন সময়ই যৌতুকের টাকা দাবী করেন। টাকা দিতে না পাড়ায় ইতি আক্তারকে প্রায় সময় স্বামী ও তার পরিবারে লোকজন ব্যাপক মারধর করতো।
বৃহস্পতিবার গভীর রাতে একই কারনে ইতিকে ব্যাপক নির্যাতন চালিয়ে হত্যা করে স্বামী ফরিদ সরকার ও তার পরিবারে সবাই পালিয়ে যায়। আজ দুপুরে এলাবাসী ঘরের খাটের উপরে ইতির লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বিকাল সাড়ে ৩ টার দিকে ইতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত ইতি আক্তারের দের বছরের একটি কণ্যা সন্তান রয়েছে।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই সবুর হোসেন জানান,স্বামীও তার পরিবারে সদস্যের হাতে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে । লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা হয়েছে কিনা ময়নাতদন্তের পরে জানাযাবে।