৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:০৯
মুন্সীগঞ্জ বাজারের পাবলিক টয়লেটে বদনজর পড়েছে হিরু’র
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ বাজারেরর পাবলিক টয়লেটের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের সময় পৌরসভা তা ভেঙ্গে দিয়েছে। পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম ফারুক জানান, মুন্সীগঞ্জ বাজারে পৌরসভার নির্মিত পাবলিক টয়লেটের ওয়াটার রিজার্ভ, সেপ্টি ট্যাঙ্ক ও সোকয়েল-এর জায়গা প্রায় ১ শতাংশ জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করার সময় পৌরসভা সোমবার বাধা প্রদান করে এবং আংশিক নির্মিত স্থাপনা ভেঙ্গে দেয়া হয়।

আওলাদ হোসেন, মতিউল ইসলাম হিরু ও জাহানারা আক্তারকে ওই জায়গা জেলা প্রশাসক লিজ দিয়েছেন বলে দাবী করেন। তিনি আরো জানান, জুবলী খাল ভরাটের পর থেকে খালপাড়ের জায়গা পৌরসভার অর্ন্তভূক্ত হয়। এই সব জায়গা অস্থায়ী বরাদ্দ দিয়ে থাকে পৌরসভা। কিন্তু জেলা প্রশাসক কীভাবে এই জায়গা বরাদ্দ দিলেন তা, বোধগম্য নয়।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা রেড ক্রিসেন্ট এর সভাপতি মতিউল ইসলাম হিরু জানান, ভূমি মন্ত্রণালয় থেকে অনুপতি পেলে ডিসি লিজ প্রদান করেন তিন জনের নামে আলাদভাবে। সহকারী কমিশনার(ভূমি) এসিল্যান্ড তা বুঝিয়ে দেন।

বির্তকিত জায়গার দাবীদার আওলাদ হোসেন জানান, গত ৬ মাস আগে ওই জায়গা জেলা প্রশাসন থেকে লিজ আনা হয়। এই বরাদ্দ পাওয়ায় তারা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছিল। কিন্তু পৌরসভার লোকজন এসে তা ভেঙ্গে দেয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র এ, কে এম ইরাদত মানু জানান, ওই জায়গা পৌরসভার, তাই ভেঙ্গে দেয়া হয়েছে অবৈধ স্থাপনা। যারা পাবলিক টয়লেটের পাশে সেপ্টি ট্যাঙ্কের জায়গা দখল নিতে গিয়েছিলো, তাদের নোটিশ করা হয়েছে কাগজ পত্র নিয়ে বৃহস্পতিবার পৌরসভায় আসার জন্য। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!