মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরা স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যান উল্টে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে কুমিল্লাগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পরে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জগামী হলুদ রংয়ের ঢাকা (মেট্রো-ন-১১-৯৫৬৫) পিকাপ ভ্যানটি আলিপুর-আনারপুরা বাস স্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খেলে, পিকাপটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে পিকাপটির চালক মোঃ খলিল(৩২)সহ চারজন নিহত হয়, এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সাইফুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে মহাসড়কের আনারপুরায় একটি পিকআপ ভ্যান আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা চার আরোহী নিহত ও তিনজন আহত হন। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নিহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠাগার পক্রিয়া চলছে।