১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:২৮
মুন্সীগঞ্জে স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামীর আত্মহত্যা
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজদিখানে স্ত্রীর তালাকনামা পেয়ে স্বামী মো. রহিম (২৬) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রামে। সে আবিরপাড়া গ্রামের মো. হারুনের ছেলে।

তার বাবা হারুন জানান, ছেলে ও ছেলের স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। বেশ কিছুদিন ধরে তার স্ত্রী বাবার বাড়ি রয়েছে। সকালে তার স্ত্রীর ডাকে পাঠানো তালাক নামা সে পায়। বেলা ৩ টায় ঘরের আঁড়ার সাথে ছেলের ঝুলন্ত অবস্থায় লাশ দেখি। পুলিশ কে খবর দিলে লাশ উদ্ধার করে বিকাল ৫ টায় লাশ সিরাজদিখান থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার এস আই আব্বাস জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদরে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট ও তদন্ত ছাড়া এ মুহুর্তে আর কিছু বলা যাচ্ছে না।

error: দুঃখিত!