১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২০
মুন্সীগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি
খবরটি শেয়ার করুন:

পদ্মা নদীতে পানি হ্রাস পাওয়ায় মুন্সীগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নদীতে তীব্র স্রোত রয়েছে। ফলে নদী ভাঙ্গনে জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা তীরের কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

পদ্মা সেতু প্রকল্প এলাকায় বালি ভর্তি বস্তা ফেলে ও বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে ভাঙ্গন প্রতিরোধ করা গেলেও সেতু প্রকল্পের আশেপাশের এলাকায় তীব্র ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ভাঙ্গনে পদ্মায় বিলীন হয়ে গেছে দুই শতাধিক বসতবাড়ি ও পাকা সড়কসহ নানা স্থাপনা।

এদিকে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১০ সেন্টিমিটার কমে ভাগ্যকুল পয়েন্টে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে পদ্মা তীরের প্লাবিত গ্রামগুলোর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বসত বাড়ি ও ফসলি জমি থেকে পানি নেমে যেতে শুরু করেছে।

অপরদিকে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি হ্রাস পেয়েছে।

-বাসস

error: দুঃখিত!