১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:২৫
মুন্সীগঞ্জে সম্পা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জে গৃহবধু সম্পা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে গজারিয়া লঞ্চঘাট এলাকার এই কর্মসূচীতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

গত ১১ জুন শ্বশুর বাড়ির পাশের জমি থেকে শম্পার লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার মা রুজিনা বেগম বাদী হয়ে শম্পার স্বামীকে প্রধান আসামী করে গজারিয়া থানায় হত্যা মামলা করে। কিন্ত এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের লোকজন।

মানববন্ধনে ঘটনার বিবরণ দিতে গিয়ে সম্পার মা রুজিনা বেগম কান্নায় ভেঙ্গে পরেন। বাবা খোরসেদ আলম বলেন, “আমার মেয়ের হত্যাকারীদের কাইরে এখনও গ্রেফতার করে নাই পুলিশ। আসামীগো গ্রেফতার কইরা সুষ্ঠু বিচার কইরা ফাঁসি দেয়া হউক। সরকারের কাছে এইটা আমার দাবী ।”

গ্রামের নারী পুরুষ বিক্ষোভ কালে হত্যাকারীদের ফাঁসি দাবী করে নানা স্লোগান দেয়। মানববন্ধনে নানা স্লোগান লেখা ফেস্টুন নিয়ে হাতে হাত ধরে দীর্ঘ সময় দাড়িয়ে থাকে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমদাদ হুসাইন জানান, পুলিশ আসামী গ্রেফতারে যথাযথ চেষ্টা চালাচ্ছে।

error: দুঃখিত!