২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে সবার প্রিয় সাংবাদিক কামাল অসুস্থ হয়ে হাসপাতালে
খবরটি শেয়ার করুন:

শিহাব আহমেদঃ মুন্সীগঞ্জের সাংবাদিক মহলের প্রিয় মুখ, সর্বদা হাস্যোজ্জ্বল চ্যানেল নাইনের ফটো সাংবাদিক সাইফুল ইসলাম কামাল (৪২) আজ ১আগষ্ট শনিবার বিকেলে গুরুতর পেটের অসুখ ও জ্বর নিয়ে মুন্সীগঞ্জ সদরে অবস্থিত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে ঐ হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত পুরুষ ওয়ার্ডের ৭নং বেডে আছেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্র জানায়, তার পূর্বের গ্যাষ্টিকজনিত আলসারের ইতিহাস রয়েছে এবং তা থেকেই হঠাৎ মাত্রা বেড়ে যাওয়ায় শরীরের রক্ত চলাচলও বেড়ে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যাবস্থা দিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে অসুস্থতার খবর পেয়ে জেলার বিভিন্ন থানা থেকে তার সহকর্মীরা তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে এসেছেন।

সাংবাদিক কামালের আশু রোগমুক্তি কামনা করেছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই হাসান তুহিন,সাধারন সম্পাদক কাজী সাব্বির আহমেদ দীপু,ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মোঃ রতন এবং অন্যান্য সাংবাদিকরা।

error: দুঃখিত!