আবুল কাশেম জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন শাখার নাম ভাঙ্গিয়ে ব্যাপক চাঁদাবাজি ও ধোকাবাজি করছেন। দলের সকল নেতা কর্মী এমনকি দলের শীর্ষ নেতা আল হাজ্ব শুকুর মাহমুদ অসুস্ত হলে তার নামে বিভিন্ন মহল ও প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করেন।
জানা য়ায় গত মে দিবস ২০১৫ কাট ছাপিয়ে প্রচার করেন মে দিবসে উন্মক্ত আলোচনা সভা ও বাউল সংগীত পরিবেশন করবেন জাতীয় শিল্পি দিয়ে | এই প্রচার করে সকল মিল কারখানা থেকে ব্যাপক টাকা উত্তোলন করে। কিন্তু মে দিবস এর দিন কোন অনুষ্ঠান না করে সকল অর্থ নিয়ে আত্মসাৎ করে ফেলে আবুল কাসেম।য়ার ফলে শতশত বাউল সংগীত ভক্ত বৃন্দ ও শ্রমিক জনতা এসে কোন অনুষ্ঠান না দেখে ক্ষোভে ফেটে পড়েন। এছাড়া এ্যামিরেটস সিমেন্ট ফ্যাক্টরি মালিক পক্ষের গুন্ডা হয়ে শ্রমিক ও শ্রমিক নেতাদের ধমকি দিয়ে আসছেন আবুল কাসেম।
জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সীগঞ্জ এর সভাপতি আবুল কাসেমের বহিস্কার দাবি চেয়ে, বংলাদেশ জাতীয় শ্রমিক লীগ সভাপতি আলহাজ্ব শুকুর মাহামুদ আবেদন করেন উপজেলা জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন শাখা সভাপিত জাহঙ্গীর।
মুন্সীগঞ্জের রাজনীতি নামের একটি ফেইসবুক আইডিতে ছবিসহ আবুল কাসেমের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজণীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনের করছেন শহরের সচেতন মহল।