৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:০৫
মুন্সীগঞ্জে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশু আহত
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ সদর: মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার যুব উন্নয়ন অধিদপ্তর অফিসের সামনে সোমবার বেলা ১১ টার দিকে একটি শক্তিশালী বোমা বিস্ফোরন ঘটেছে। এতে মো. সাগর (১০) নামে এক শিশু আহত হয়েছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সে দক্ষিণ ইসলামপুর এলাকার ভ্যান চালক উসমানের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করেছে। সদর থানার ওসি ইউনুচ আলী বোমা বিস্ফোরনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লাল স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখে তা কুড়িয়ে নেয় সাগর নামে এক শিশু।

এ সময় শিশুটি তা ছুঁড়ে মারলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়ে উঠে দক্ষিণ ইসলামপুর এলাকা। বিস্ফোরিত বোমার অংশ বিশেষের সঙ্গে ব্যাটারি পাওয়া গেছে। বোমাটি লাল স্কচটেপ মোড়ানো ছিল। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত বোমার অংশ বিশেষ উদ্ধার করে।

error: দুঃখিত!