নিজস্ব প্রতিবেদকঃ আজ ২২জুলাই মুন্সীগঞ্জ সদর উপজেলার বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত মুক্তারপুরে এর কাছে মিরেশ্বর এলাকা থেকে যুবদলের নেতা আরিফুল ইসলাম (৩২) কে আটক করে জেলা ডিবি কার্য্যালয়ে রাখা হয়েছে।
আটক আরিফুলের পিতার নাম জুলহাস। তিনি মিরেশ্বরের স্থানীয় বাসিন্দা।
ঘটনা সম্পর্কে রাত ৯টা’র দিকে জানতে চাইলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইউনুচ আলী ও ডিবি’র ওসি আবুল কালাম আযাদ উভয়েই বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে ২২জুলাই রাত সাড়ে ৯টা’র দিকে মুন্সীগঞ্জ সদর থানায় সরেজমিনে গিয়ে দেখা যায় সেখানে আরিফুল ইসলাম এর স্বজনরা ভিন্ন গ্রুপে পুলিশের সাথে তদবির করছেন। সেখানে বিএনপি নেতা নিজাম উদ্দিন (নিজাম মেম্বার) সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।