মোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালু কাটাকে কেন্দ্র করে হামলা ভাংচুর আহত ১০ আটক করা হয়েছে ৪ হামলাকারীকে। রবিবার বেলার ১১ টার দিকে সদর উপজেলার কালীর চর,চরআব্দুল্লা ও বকচরে এলাকার মেঘনা নদীতে এঘটনা ঘটে। হামলায় সিরাজ (৩৫),ইসলাম (৩০),লোকমান (২৮),অহিদ (৩০) ও ইমতাজ (৩৫) সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার সাথে জড়িত দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে
হামলার স্বীকার বালু শ্রমিকরা জানান, চাঁদপুর জেলার মোহন পুরের বাবুল চৌধুরীর লোকজন অবৈধ ভাবে জোর করে মুন্সীগঞ্জের বকচর,চর আব্দুল্লাহ ও কালীর চরে এসে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে । অবৈধ বালু উত্তোলনে বাঁধা দিলে বাবুল চৌধুরীর কয়েক শতাধিক সন্ত্রাসী বাহিনি বিদেশী পিস্তল,দারালো অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায় । এসময় বালু উত্তোলন কারী ড্রেজার মা-বাবার দোয়া-২,মা ড্রেজিং প্রকল্প-১, মা ড্রেজিং প্রকল্প-৩,সততা ড্রেজিং প্রকল্প.দিবা নিশি ড্রেজার ,সাকিব সাব্বির ড্রেজার -৩ ও আল আকছা ড্রেজার নামের ৭টি ড্রেজার ভাংচুর ও ব্যাপক লুটপাট করে। এতে আহত হয় ১০ বালু শ্রমিক।
মামলার তদন্ত কারী কর্মকর্তা এএস আই রাম প্রসাদ জানান, ঘটনার সাথে সাথে পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ স্বাভাবিক করে। এসময় ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। বালু উত্তোলনের সিমানা নিয়ে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।