১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:৪৪
মুন্সীগঞ্জে মৃত ও পঙ্গুদের নামে চাদাবাজি !
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলা’র মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদীন ধরে চলন্ত ট্রাক থামিয়ে টোকেন দিয়ে ট্রাকের ড্রাইভারদের কাছ থেকে টাকা আদায় করতে দেখা গেছে। সরেজমিনে গিয়ে সংগৃহীত একটি টোকেনে দেখা যায় সেখানে উল্লেখ আছে মৃত ও পঙ্গুদের নামে এই টাকা উঠাচ্ছে বাংলাদেশ আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন নামের একটি সংগঠন।

ঐ সংগঠনের মুন্সীগঞ্জ শাখা থেকে ছাপানো এই রশিদ দিয়ে ট্রাক থামিয়ে ড্রাইভারদের কাছ থেকে জোর করে নেয়া হচ্ছে টাকা। একজন ড্রাইভারের কাছ থেকে একটি টোকেন দিয়ে একবারই যে টাকা আদায় করা হচ্ছে তা নয়।  ট্রাকের মাপ আর ড্রাইভারদের চেহারা’র সাথে সাথে বদলে যাচ্ছে টোকেনের সংখ্যাও।

কেন টাকা নিচ্ছেন-যারা টাকা নিচ্ছেন তাদের কাছে এমনটা জানতে চাইলে দু থেকে তিনজন মধ্যবয়সী লোক জানালেন তারা মূলত যুক্তিভিত্তিক নিয়োগে টাকা তুলে দিচ্ছেন। মূলত টাকাটা নিয়ে যাচ্ছে সংগঠনটির নেতারা। তারা জানেনও না এই রশিদে কি কি লেখা আছে। তবে যারা তাদের নিয়োগ দিয়েছেন ঐসব নেতারা তাদের এতটুকু মুখস্ত করিয়ে দিয়েছেন-কেন তারা টাকা তুলছেন, যাদের নেতৃত্বে টাকা তোলা হচ্ছে তারা কতখানি প্রভাবশালী এবং রশিদে উল্লেখ্য টাকার সংখ্যা।

ছবি তুলতে বাধা দিচ্ছেন একজন চাদা আদায়কারী
ছবি তুলতে বাধা দিচ্ছেন একজন চাদা আদায়কারী

এসময় তাদের মধ্যে থেকে বারবার মিশ্র প্রশ্ন করে বিব্রত করার চেষ্টা করা একজনের ছবি তুলতে ক্যামেরা তাক করতেই মাথায় পড়নের টুপি দিয়ে চেহারা ঢেকে ফেলেন তিনি। তবে একপর্যায়ে মীমাংসা’য় আসতে বাধ্য হন ঐ ব্যক্তি।

বলেন সত্য কথা। তার ভাষ্যনুযায়ী মৃত বা পঙ্গু ব্যাক্তিরা নয় টাকা তুলে তারা সরাসরি দিচ্ছেন সংগঠনের নেতাদের হাতে। নেতারা সেই টাকা দিয়ে সরকারী দলের দৃষ্টি আকর্ষন করতে সরকারদলীয় বিভিন্ন দিবস উদযাপন করেন। এছাড়া অনেকে এই টাকা দিয়ে সংসারও চালান।

error: দুঃখিত!