১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪৭
মুন্সীগঞ্জে মাননবন্ধন ও প্রতিবাদ সভা
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার গুলশানে অভিজাত রেস্তোরায় সাধারণ মানুষকে জিম্মি করে নির্মমভাবে হত্যা ও দেশজুড়ে, ধর্ষণ, গুম ও হত্যাকান্ডের প্রতিবাদে মুন্সীগঞ্জে খুন, ধর্ষণ, জঙ্গিবাদ প্রতিরোধ আন্দোলনের ব্যানারে মানব্বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বরে শিক্ষাবিদ খালেদা খানমের সভাপতিত্ততে এই প্রতিবাদ কর্মসূচীতে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে।
প্রতিবাদ সভায় ঢাকার গুলশানে অভিজাত রেস্তোরায় জিম্মির ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যসহ সকলের আত্মার প্রতি মাগফেরাত কামনা করা হয়। প্রতিবাদ সমাবেশে জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে দলমত নির্বিশেষে এক হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। এছারা সাধারণ মানুষকে জিম্মি করে নির্মমভাবে হত্যা ও দেশজুড়ে,ধর্ষণ, গুম ও হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে।

error: দুঃখিত!