৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:০৪
মুন্সীগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ, নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নেট কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ও ৩৩ কেভি বিদ্যুতের লাইন পুড়ে গেছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- দেলোয়ার (২৬), আমান (২৮), ইউসূফ (২৮) ও মরিয়ম (২৪)।

সোমবার (০৯ নভেম্বর) দিনগত রাত পৌনে তিনটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় সজীব নামে এক শ্রমিকের মৃত্যুর কথা জানিয়েছেন স্থানীয়রা। সোমবার রাতেই পরিবার ওই শ্রমিকের দাফন কাজ সম্পন্ন করেছে বলেও জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরূল ইসলাম ঘটনার বিষয়ে জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

সজীব নামে এক শ্রমিক মারা যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

error: দুঃখিত!