মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। হতাহতরা সকলেই নির্মাণ শ্রমিক।
ডিঙ্গাভাঙ্গা এলাকার আশ্রাফুদ্দিনের বাসায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভবন নির্মাণ কাজের সময় বিদ্যুতস্পৃষ্টের এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দুই ভাই মানিক (২৪) ও মো মতিন (৩০) এবং মোজাম্মেল হক (৩৫)। আহতরা হলেন- বিজয় (২০) ও সবুজ (২৫)।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল হক জানান, দুর্ঘটনার পরপরই ৫ জনকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।