৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | ভোর ৫:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সীগঞ্জে বাসের চাপায় পুলিশ নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাস চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত ‍পুলিশ সদস্যের নাম মো: তারেক হাসান (২২)।

শুক্রবার দুপুর সোয়া ১ টার দিকে বালুয়াকান্দি বাসস্টেন্ড এলাকায় তিনি মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী একটি বাসের চাপায় নিহত হন। নিহত পুলিশ সদস্য হাসান তারেক মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনাপুরা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে,সে ঢাকায় কর্মরত ছিল, ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকা যাবার পথে বালুয়াকান্দি এলাকায় বাস চাপায় সে নিহত হয়।

গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদাউস হোসেন জানান, নিহত হাসান তারেক মোটরসাইকেল করে রাস্তা পারাপার হচ্ছিল,ঠিক ওই সময় চট্রগ্রামগামী পাড়া পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৩৮১৮ যাত্রীবাহি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে। আটক বাস ও নিহত পুলিশ সদস্যের মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

error: দুঃখিত!