৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৯:৫৪
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে এসে আজমির(৭) পুকুরে ডুবে মারা গেল। সোমবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ সদরের কেওয়ার-লোহারপুল গ্রামে নানা জয়নাল আবেদীনের বাড়িতে পুকুর ঘাটে বসে খেলার অলক্ষে সময় কোন এক সময় আজমির ডুবে যায়। পরে খোঁজাখুজির ১ ঘন্টা পর ঘাটলার নিচ থেকে তাকে উদ্ধার করে হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রণয় মান্না তাকে মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের মজদাইল এলাকা নিবাসী মো. খোরশেদের এক মাত্র সন্তান আজমির। আজমির বাবা-মার সঙ্গে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে আসে। কোন এক সময় নানা বাড়িরে নিজস্ব পুকুর ঘাটে খেলার ছলে ডুবে যায়। অনেকক্ষণ তার অনুপস্থিতি বুঝতে পেরে বাড়ির লোক জন খোজাখুজি করতে থাকে। ১ ঘন্টা খোজাখুজির পর আজমিরকে নিথর অবস্থায় পুকুর ঘাটের নিচ থেকে উদ্ধার করা হয়।

Source: Munshiganj Times

error: দুঃখিত!