প্রথম ধাপের নির্বাচন কাল। মুন্সীগঞ্জে নির্বাচনে ব্যপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সিরাজদিখানের ১০ টি ইউনিয়নে ৯৪ টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছে। ৬০৭ জন পুলিশ, ২৭ জন র্যাব, ৬৮ জন বিজিবিসহ ১৫শত ৯৮ জন আনসার আইন শৃঙ্খলা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
সোমবার দুপুর থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে সকল কেন্দ্রে ভোট বাক্স, ব্যাণট পেপার পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পুলিশ ও আনসার যার যার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে চলে যাচ্ছেন।
নির্বাচন নিয়ে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ তার মত প্রকাশ করতে গিয়ে বলেন, আমরা আশা করছি সরকার নির্বাচন সুষ্ঠু করবে কিন্তু বিভিন্ন এলাকায় নেতাদের ভয়ভীতি প্রদর্শন করছে এজন্য আতঙ্কিত। আমরা এখনো প্রত্যাশা করি নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে ফলাফল যাই হোক আমরা মেনে নিব আর যদি কারচুপি বা জবরদখল করা হয়। তাহলে তখনি সিদ্ধান্ত জানাব।
জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাসেম জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য দলীয় ও প্রশাসন থেকে আন্তরিক ভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও নেরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে হবে। শান্তিপূর্ণ সিরাজদিখানের ঐতিহ্য রক্ষা করার জন্য উপজেলা প্রশাসন সর্বত্বক চেষ্টা করবে।