মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় দিনে দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার উমপাড়া এলাকায় বিল্লাল হোসেন (৪৬) নামে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন বলে জানান শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ।
ওই ব্যক্তির বরাত দিয়ে এসআই মঞ্জুর জানান, বিল্লাল দুপুরে ন্যাশনাল ব্যাংকের মুন্সীগঞ্জের শাখা থেকে দুই লাখ টাকা তুলে বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠেন। তিনি অটোরিকশা থেকে নামার সঙ্গে সঙ্গে ছয়/সাত জন যুবক ডিবি পরিচয় দিয়ে বিল্লালকে হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর তাঁরা বিল্লালের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মুন্সীগঞ্জে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।