৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:০১
মুন্সীগঞ্জে চলছে আয়কর মেলা ২০১৫
খবরটি শেয়ার করুন:

সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন, সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই-এ স্লোগান নিয়ে মুন্সীগঞ্জে শুরু হয়েছে আয়কর মেলা ২০১৫।

বুধবার ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শহরস্থ জেলা শিল্পকলা একাডেমীর আঙ্গিনায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় আয়কর মেলা। বেলুন উড়িয়ে মেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি সাংসদ মুন্সীগঞ্জ-৩ ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।

কর কমিশনার সানজিদা খাতুনের (কর-অঞ্চল নারায়ণগঞ্জ) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব অনুষ্ঠানে অন্যাদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) কুদ্দুস আলী সরকার, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, যুগ্ন কর কমিশনার কর অঞ্চল নারায়ণগঞ্জ সাধন কুমার রায়, যুগ্ন কর কমিশনার কর অঞ্চল নারায়ণগঞ্জ মোহাম্মদ ফজলে আহাদ কায়সার, সহকারী কর কমিশনার মুন্সীগঞ্জ এম এম শহিদুল্লা কায়সার প্রমুখ।

শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান শেষে জেলার সর্বোচ্চ ৫ জন করদাতা মো: শহিদুল ইসলাম শাহিন ও মো: শারজাহান গাজী, মো: মজিবর রহমান, মিস তাসলিমা ইসলাম হাজী, মো: নজরুল ইসলাম সন্মাননা দেওয়া হয়।

error: দুঃখিত!