২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ৭:৪১
Search
Close this search box.
Search
Close this search box.
সিরাজদিখানে মাল্টিপারপাস ব্যাবসায়ীকে গলাকেটে হত্যার চেষ্টা
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা’য় বেসরকারীভাবে ক্ষুদ্রঋন কার্যক্রম পরিচালনাকারী মো. মাসুদ হোসেনকে (২৮) গলাকেটে হতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাকে মুমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের চৌরাস্তা থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কুসুমপুর বালুর মাঠ সংলগ্ন কাঠ বাগানে এ ঘটনা ঘটে।

মাসুদ হোসেন স্থানীয় একটি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক।

তার বোনের জামাই শামিম আহমেদ জানান, বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে কে বা কারা ধারালো ছুড়ি দিয়ে তার গলা কেটে দেয়। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তাকে খোঁজাখুঁজির পর বালুর মাঠ সংলগ্ন কাঠবাগানে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। তখন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার গলায় ১২ টি সেলাই দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা তার মোবাইল, ব্যাংকের চেক বই ও নগদ কিছু টাকা নিয়ে গেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদোস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!