২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৩:৩২
মুন্সীগঞ্জে এক হাজার ২০০ ক্যান বিয়ার উদ্ধার; আটক২
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট এলাকা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।

ওই দুজন হলেন—পঞ্চগড়ের বোদা থানার দক্ষিণ সাতখামার গ্রামের রনি (২৪) ও বরগুনা সদরের বড় মনির চান্না গ্রামের মাসুম (২৫)।

পুলিশের ভাষ্য, আটকের পর দুজনের কাছ থেকে এক হাজার ২০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, গতকাল দিবাগত রাতে তাঁর নেতৃত্বে নৌ পুলিশের একটি দল শিমুলিয়াঘাট এলাকায় অভিযান চালায়। তাঁরা মাইক্রোবাসে তল্লাশি করে এক হাজার ২০০ ক্যান বিয়ার উদ্ধার করেন। এ সময় রনি ও মাসুমকে আটক করা হয়।

এসআই মোশারফ আরো জানান, ‘আটক বিয়ারের ক্যানগুলো নিয়ে ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করি। এ বব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

error: দুঃখিত!