মুন্সীগঞ্জে আওয়ামী লীগ সমর্থিতদের হামলায় যুবদলের নেতাদের বাড়িঘর ভাঙচুর ও বিএনপির কর্মীসভা প- হয়ে গেছে। আজ মঙ্গলবার রাতে শহরের উত্তর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতারা জানান, রাত ৭টার দিকে শহরের উত্তর ইসলামপুরে ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি গ্যাস সিরাজ ও যুগ্নসম্পাদক রায়হানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে একই এলাকার আওয়ামী লীগ সমর্থক রাতুল গং। এরপর একই গ্রামের নুরুল ইসলাম মাদবেরর বাড়িতে বিএনপির কর্মীসভায় রাতুলের নেতৃত্বে হামলা চালানো হয়। ওই সময় সেখানে কমিটি গঠনের লক্ষ্যে ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন চলছিল। হামলায় জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুলের মোটর সাইকেল ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, সেখানে তেমন কোন ঘটনা ঘটেনি।
সূত্রঃ মুন্সীগঞ্জ বার্তা ডট কম