নিজস্ব প্রতিবেদকঃ মুন্সীগঞ্জের গরুর হাটের ডাক। এ হাট ডাকাকে কেন্দ্র করে তিনটি গ্রুপ মুখোমুখি অবস্থান করছেন।বর্তমান পরিস্থিতিতে টান টান উত্তেজনা বিরাজ করছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদে আগামীকাল গরুর হাটের ডাক অনুষ্ঠিত হবে। পঞ্চসার জোড়পুকুর পাড়ের বালুর মাঠে মুন্সীগঞ্জের সবচেয়ে বড় গরুর হাট বসে। কোরবানী ঈদ অর্থাৎ ঈদ উল আযহা উপলক্ষ্যে এ হাট প্রতি বছর বালুর মাঠে বসে। আর সেই হাট ডাকাকে কেন্দ্র করে এই আয়োজন চলছে।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজিব এই হাটের সিডিউল কিনেছেন বলে খবর পাওয়া গেছে। মুন্সীগঞ্জ শহর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান রেজাউল ইসলাম সংগ্রাম সিডিউল কিনেছেন বলে জানা গেছে। পঞ্চসার ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর সিডিউল সংগ্রহ করেছেন। গত বছর এই হাট পেয়ে ছিলেন আলমগীর। শেষ খবরে জানা গেছে এই তিন গ্রুপ এক হয়ে সিডিউল জমা দেয়ার জন্য সমঝোতার চেষ্ঠা চলছে। তবে সমঝোতা না হলে তিন গ্রুপ মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।