মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় প্রার্থী মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
আজ সোমবার সন্ধ্যায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম পূরণ শেষে তার পক্ষে জমা দেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য আক্তারুজ্জামান জীবন, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাংলাবাজারের চেয়ারম্যান সোহরাব হোসেন নান্নু, শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাশেম লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ পিন্টু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া ও পৌর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল।
এর আগে গতকাল রোববার মেয়র বিপ্লবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ পৌরসভার মধ্যকোটগাঁও এলাকার বাসিন্দা। তার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত মোহাম্মদ মহিউদ্দিন দীর্ঘদিন যাবৎ মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ ফয়সাল বিপ্লব আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় মেয়াদে মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ১৯৮৯ সালে ঢাকা মহানগরের ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি শুরু করেন। এরপর তিনি ১৯৯১ সালে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ছিলেন যুবলীগের নানক-আজম কমিটির সদস্য। পরে স্বেচ্ছাসেবক লীগের (নাছিম-পঙ্কজ) কমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হন। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ ফয়সাল বিপ্লব গভ: ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী জানুয়ারির ৭ তারিখে।