মুন্সিগঞ্জ, ২০ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জমা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন তোফাজ্জল।
আজ সোমবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম পূরণ শেষে জমা দেন তিনি।
এর আগে, গেল শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেন আব্দুল্লাহ আল মামুন তোফাজ্জল। পরদিন রোববার নিজ এলাকা সদর উপজেলার আধারা ইউনিয়নে মীনাবাজারে গিয়ে কবরস্থান জিয়ারত শেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ আগামী জানুয়ারির ৭ তারিখে।