১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ২:২৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ ৩ আসনের জন্য আ. লীগের মনোনয়ন কিনলেন প্রতিমন্ত্রী ইন্দিরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সিগঞ্জ-৩ আসনের জন্য প্রতীমন্ত্রীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে বলে প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শহীদ পরিবারের সন্তান। তাঁর ভাই মহান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ যুদ্ধে শহীদ হন।

ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ইডেন কলেজ থেকে অর্থনীতিতে (বিএসএস) অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাস্ট্রবিজ্ঞানে (এমএসএস) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তিনি যুক্তরাজ্য গমন করেন ও যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মেডিকেল ডেমোগ্রাফি বিষয়ে (এমএসসি) ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে পপুলেশন স্টাটিসটিকস বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ছাত্র জীবন থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি শুরু করেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক হিসেবে দুই বার ও সভাপতি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ইডেন কলেজের ছাত্রী সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে ১৯৭৩-১৯৭৪ মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টানা ৩বার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি তিন বার সংক্ষরিত মহিলা আসনের সংসদ সদস্য। এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি একজন গবেষক। তাঁর গবেষণার অগ্রাধিকার ক্ষেত্র জেন্ডার ইস্যু, নারী নেতৃত্ব ও জনস্বাস্থ্য। তিনি স্বাস্থ্য, শিক্ষা, প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী বিষয়, বাল্য বিবাহ, পুষ্টি সচেতনতা, মা ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ৫৫ টিরও বেশী বৈজ্ঞানিক গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন।  এ সকল বৈজ্ঞানিক গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

error: দুঃখিত!