শুধু মুন্সিগঞ্জ জেলায় নয় জাতীয়ভাবে অন্যতম গুরুত্বপূর্ণ আসন মুন্সিগঞ্জ-২। মুন্সিগঞ্জের টংগিবাড়ী ও লৌহজং উপজেলার ৩০৫৯৯৭ জন ভোটার নিয়ে গঠিত এ আসনটি। এ আসনের লৌহজং উপজেলার উপর দিয়ে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট পদ্মা সেতু।
মুন্সিগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি। আসন্ন নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এমিলি। এদিকে এ আসন থেকে আরও নির্বাচন করার জন্য এতদিন প্রচারনা চালিয়ে আসছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। তবে শেষ পর্যন্ত তিনি দলীয় মনোনয়নের জন্য আবেদন করবেন কি না সেটা নিয়ে দ্বিধায় ভুগছেন বলে খবর পাওয়া গেছে। কারন তার এ্যটর্নী জেনারেল পদে থাকা অবস্থায় দল মনোনয়ন দেয়ার কোনরকম সুযোগ নেই।
এ আসন থেকে দলীয় মনোনয়ন কেনার কথা রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের। খবর পাওয়া গেছে তিনি আগামীকালকেই মনোনয়ন কিনছেন।
এছাড়া এ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার।
১৯৯১ সালে ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির প্রার্থী এম. হামিদুল্লাহ খান, ১৯৯৬ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মিজানুর রহমান সিনহা বিজয়ী হন। ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এই দুর্গের পতন ঘটান আওয়ামী লীগ প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি। ১ লাখ ৭ হাজার ৪৫৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহাকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। মিজানুর রহমান সিনহা পান ৯০ হাজার ৮৬টি ভোট।