মুন্সিগঞ্জ, ১৬ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঈদ শেষ হতেই রাজনীতিতে ভোটের হাওয়া বইছে।
মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন হেদায়েতুল ইসলাম বাদল মল্লিক।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সমন্বয়ক ডা. হেদায়েতুল ইসলাম বাদল মল্লিক নব্বই দশকে ঢাকা কলেজ ও শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির দুই মেয়াদে সহ-সম্পাদক ছিলেন।
আমার বিক্রমপুর এর কাছে প্রতিক্রিয়ায় মুন্সিগঞ্জ-২ এ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ডা. হেদায়েতুল ইসলাম বাদল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপা (দেশরত্ন শেখ হাসিনা) আমাকে মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসনে মনোনয়ন দিলে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাবো। নির্বাচিত হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রাজনীতির মাঠে সক্রিয় আছেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ডা.হেদায়েতুল ইসলাম বাদল মল্লিক মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগিবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।