মুন্সিগঞ্জ, ২৪ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ ফুটবল লীগের ১৩ তম আসর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ৪টি ভ্যানুর একটি করা হয়েছে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মতিউর রহমান স্টেডিয়ামকে।
আজ রোববার (২৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও আরামবাগ ক্রীড়া সংঘের অনুষ্ঠিত খেলার মধ্যে মধ্য দিয়ে মুন্সিগঞ্জ ভেনুর অভিষেক হলো।
খেলা শেষে ১-০ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র জয় লাভ করে। খেলার একমাত্র গোলটি করেন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ২০নং জার্সি পরিহিত খেলোয়াড় রয়েল।অন্যদিকে খেলা শেষে রেফারীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে লাল কার্ড দেখতে হয় মুক্তিযোদ্ধ ক্রীড়া চক্রের কোচকে।
এদিকে বাংলাদেশ ফুটবল লীগের সর্বোচ্চ আসরকে ঘিরে স্টেডিয়ামটিতে ছিলো মুন্সিগঞ্জের ফুটবলপ্রেমীদের উপচেপড়া ভিড়। বহুদিন পরে ফুটবল খেলাকে ঘিরে স্টেডিয়ামে জেলার ফুটবলপ্রেমী নানা বয়সী ও শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।