২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ২:১৩
মুন্সিগঞ্জ সদর উপজেলা নির্বাচন; আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বীর মু্ক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহা: হারুন অর রশিদের নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে তিনি কাচারী চত্বরে দলীয় নেতাকর্মীদের সাথে মিলিত হন। পরে নেতাকর্মীদের নিয়ে রিটার্নী অফিসারের কার্যালয়ে যান।

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, আধারা ইউপির চেয়ারম্যান সামছুল কবির মাষ্টার, বাংলাবাজার ইউপির চেয়ারম্যান হাজ্বী সোহরাব হোসেন পীর, মোল্লাকান্দি বর্তমান চেয়ারম্যান মোহসিনা হক কল্পনা, সাবেক চেয়ারম্যান হাজী রিপন পাটোয়ারী, মুন্সিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান,মুক্তিযোদ্ধা কাদের মোল্লা, এটিএম দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি জালাল উদ্দিন ‍রুমি (রাজন) প্রমূখ।

error: দুঃখিত!