সদর প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় গতকাল সন্ধ্যায় স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।
ঘটনার স্বীকার ঐ সাংবাদিকের নাম শিহাব অাহমেদ। তিনি আমার বিক্রমপুর এর ষ্টাফ রিপোর্টার।
এ ঘটনায় রাতে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঐ সাংবাদিক।
শিহাব অাহমেদ জানান, ব্যাক্তিগত কাজে তিনি ১৬ফেব্রুয়ারি সন্ধ্যায় সিপাহীপাড়া চৌরাস্তায় গেলে দেখতে পান স্থানীয় কিছু ব্যাক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ অাওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, মুন্সিগঞ্জ জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন অাহমেদ, স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস, মিরকাদিম পৌরসসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন এর ছবি সম্বলিত অাওয়ামীলীগের বিভিন্ন ব্যনার-ফেষ্টুন নামিয়ে ফেলছেন। এসময় তিনি প্রথমে সামনে গিয়ে ছবি তুলেন এবং জানার চেষ্টা করেন এরা প্রশাসনের কেউ কি না। এর মধ্যেই তার হাতে থাকা মোবাইল ফোন (যাতে ঐ সাংবাদিক ঘটনার ছবি ধারন করেছিলেন) সেটি জোর করে ছিনিয়ে নেন বল্লালবাড়ির সানু ভূইয়া’র ছেলে সনেট। এরপর সনেট এর সাথে থাকা লোকজন কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে ব্যানার সরানোর খবর পেয়ে সেখানে অাওয়ামীলীগের প্রায় ৫০-৬০জন জড়ো হন। তারা সনেটকে ব্যানারগুলো পুনরায় স্থাপনের জন্য বললে কথা কাটাকাটির একপর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা হয়।
পরে খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে অানেন।
সাংবাদিক লাঞ্চিতের ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ অালী বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।