মুন্সিগঞ্জ সদরে মাধ্যমিক পর্যায়ে ভাষাগত দক্ষতা বৃদ্ধির প্রতিযোগিতা
মুন্সিগঞ্জ, ২৯ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘মাধ্যমিক পর্যায়ে ভাষাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা ‘লিঙ্গুয়া ফিউশন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ সদরে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ২০ টি মাধ্যমিক প্রতিষ্ঠানের ১২০ জনের বেশি প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘মাতৃভাষার বাইরেও অন্য এক বা একাধিক ভাষায় দক্ষতা অর্জন খুবই জরুরি। এ লক্ষ্যে প্রথমবারের মত মুন্সিগঞ্জ সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ভাষাগত দক্ষতা বৃদ্ধিমূলক প্রতিযোগিতা “লিঙ্গুয়া ফিউশন” ২০২৫ অনুষ্ঠিত হয়।’
জানা যায়, আরবী, ইংরেজি ও বাংলা ভাষা নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাংগুয়েজ ক্লাবগুলোর অংশগ্রহণে এ আয়োজনে উপজেলার কর্মকর্তাগণ ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।


