মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটী জি.সি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের শুভ উদ্ভোধন ঘোষনা করেছেন জেলা প্রশাসক।
বুধবার সকাল ১১ টার সময় মাকহাটী জি.সি. উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠের উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. সাইফুল হাসান বাদল জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, উপজেলা শিক্ষা অফিসার মো: শরিফুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে মাকহাটী জি সি উচ্চ বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে ২য় পর্বে অতিথীদের ফুল দিয়ে বরন করে নেয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল ,মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. শাহআলম মল্লিক, সদর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া জাহান, মুন্সিগঞ্জ শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুর রহমান ভুইয়া, মোল্লাকান্দী ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, মাকহাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহাম্মদ প্রমুখ।