মুন্সীগঞ্জ সদরের জোড়পুকুরপাড় এলাকায় বুধবার দুপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে ৪ টন কারেন্ট জাল ও সূতা জব্দ করেছে র্যাব।
এ সময় শ্রমিক মো. সম্রাটকে (২৬) আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-আল মামুন এ দণ্ডাদেশ দেন।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের এএসপি শাহ মো. মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইভা ফিশিং নেট নামে কারেন্ট জাল তৈরীর কারখানায় অভিযান চালানো হয়।
এ সময় ৪ টন কারেন্ট জাল ও সূতা জব্দ করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল ও সূতা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে কারখানার মালিক গিয়াসউদ্দিনকে পাওয়া যায়নি।