১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ সদরে অগ্নিকান্ডে একটি ঘর পুড়ে ছাই, নগদ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা সহ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা।

আগুনে একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আজ শনিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা’র সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা পৌছানোর আগেই ঘন্টাব্যাপী চেষ্টা করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকান্ডের শীকার ঘড়টির মালিক হাবিবুর রহমানের স্ত্রী পারভীন বেগম (৪৮) ‘আমার বিক্রমপুর’ কে জানান, সকাল ১০ টা’র দিকে ঘড়ের পাশে মাটির চুলার রান্নাঘরে ৩ সন্তানের জন্য রান্না বসিয়ে বাইরে জামাকাপড় শুকাতে যান তিনি। এরপর হঠাৎ করেই আগুন দেখতে পান তিনি। মুহুর্তেই আগুন পাশের ঘড়ে ছড়িয়ে যায়। আগুনে তার ঘরের পুরোটাই পুরে যায়।

তিনি জানান, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় তার স্বামী সাবেক সরকারি কর্মচারী হাবিবুর রহমানের পেনশনের জমানো নগদ ৩ লাখ টাকা টাকা পুড়ে যায়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।

error: দুঃখিত!