২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৪:১১
‘মুন্সিগঞ্জ শান্তিপ্রিয় এলাকা, বিশৃঙ্খলা করলে পুলিশ কঠোর হবে’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

বক্তব্যকালে তিনি বলেন, ‘মুন্সিগঞ্জ শান্তিপ্রিয় এলাকা। মুন্সিগঞ্জের মানুষ খুবই শান্তিপূর্ণ। কিন্তু এর মধ্যে গুটিকয়েক মানুষ বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা করতে চায়। বিশৃঙ্খলা করলে পুলিশ কঠোর হবে। পুলিশ আইন প্রয়োগ করলে তখন কোন মানবিক অনুরোধ বিবেচনায় আনা হবে না।’

তিনি এসময় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার অনুরোধ করে বলেন, ‘যারা বিভিন্ন দেশ-সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত তাদের সেই পথ থেকে ফিরে আসতে হবে। সাধারণ মানুষের জীবনমান রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী তার সর্ব্বোচ্চ ভূমিকা গ্রহণ করবে।’

অনুষ্ঠানে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, ওসি (তদন্ত) গাজী সালাহ্‌উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!