৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ শহর বাজারে আগুন, আশপাশে আতঙ্ক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহর বাজারে আকস্মিক আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে একটি হার্ডওয়্যার দোকান। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানটির আশপাশে মুন্সিগঞ্জ শহর বাজার সহ অন্তত ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা’র দিকে বাজারের ডাচ্ বাংলা ব্যাংক ভবনের বিপরীত পার্শ্বের মাছ বাজার গলিতে খন্দকার হার্ডওয়্যারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের ইনচার্জ আবু ইউসুফ জানান, আগুন আশপাশের প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার কর্মীরা দ্রুত নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের উপরে থাকা আনুসঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। তবে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানান তিনি।

error: দুঃখিত!