মুন্সিগঞ্জ, ২৭ মার্চ ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকার ললনা ম্যাচিং কর্ণারে ঈদের শপিং করতে এসে শখের আইফোন খুইয়েছেন এক তরুণী।
গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা’র দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী টংগিবাড়ী উপজেলার তরুণী সিমরান স্বর্ণা মনি।
তিনি অভিযোগ করে জানান, অনলাইনে তাদের ঈদের ড্রেস দেখে আমার ১২ বছর বয়সী ছোট বোনকে নিয়ে সেখানে যাই। আমার বোনের কাছে একটি ছোট স্কুল ব্যাগে আমার আইফোন ৮ প্লাস মডেলের ফোনটি ছিলো। দোকানের ভেতরে আরও ১০-১৫ জন বিভিন্ন বয়সী নারী ক্রেতা ছিলেন। আমরা ড্রেস দেখছিলাম। এমন সময় ৩ জন নারী হঠাৎ করে ভেতরে ঢোকেন। এরপরই আমার ফোনটি খোয়া যায়। পরে দোকানদারের সহায়তায় সিসিটিভি ফুটেজ উদ্ধার করে দেখতে পাই ঐ ৩ নারী সংঘবদ্ধ হয়ে কৌশলে ৩০ সেকেন্ডের মধ্যেই আমার বোনের ব্যাগ থেকে ফোনটি নিয়ে যায়। পরে আজ এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছি।
মুন্সিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর আসমা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নিজের অজান্তে ফোন হারিয়ে গেছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি থানা পুলিশ খতিয়ে দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।