মুন্সিগঞ্জ শহরে বিদেশী মদসহ আটক ১
মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকা থেকে ৫ লিটার বিদেশী মদসহ একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার (১৪ আগস্ট) রাত ১১ টা’র দিকে বাগমামুদালিপাড়া এলাকা থেকে ঐ এলাকার মৃত রমেশ মল্লিক এর ছেলে দীপক মল্লিক (৩৪) কে আটক করা হয়। মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ৫ লিটার বিদেশী মদ যার আনুমানিক মূল্য ৬২ হাজার টাকা এবং মদ ক্রয়-বিক্রয়ের নগদ ৫৫ হাজার টাকা সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
9
মুন্সিগঞ্জ, ১৫ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালিপাড়া এলাকা থেকে ৫ লিটার বিদেশী মদসহ একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল রোববার (১৪ আগস্ট) রাত ১১ টা’র দিকে বাগমামুদালিপাড়া এলাকা থেকে ঐ এলাকার মৃত রমেশ মল্লিক এর ছেলে দীপক মল্লিক (৩৪) কে আটক করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ৫ লিটার বিদেশী মদ যার আনুমানিক মূল্য ৬২ হাজার টাকা এবং মদ ক্রয়-বিক্রয়ের নগদ ৫৫ হাজার টাকা সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


