মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় নবম শ্রেণীর এক মেয়েকে উত্যক্ত করা নিয়ে দুই ‘কিশোর গ্যাং’ গ্রুপের দ্বন্দে ২ কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন।
গতকাল বুধবার (২৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো: সাকিব হোসেন (১৯)। একই এলাকার নবম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে উত্যক্ত করা নিয়ে স্থানীয় জামাল হোসেন এর পুত্র সৌরভ (১৫) এর সাথে দ্বন্দের সৃষ্টি হলে ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়ে দুইজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আওলাদ হোসেন মিন্টু (৪৭)।
জানা যায়, নবম শ্রেণীতে পড়ুয়া এক মেয়েকে উত্যক্ত করার ঘটনা নিয়ে রাত ১০ টার দিকে উত্তর ইসলামপুর এলাকায় বিচার সালিশ শুরু হয়। বিচার শেষে স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের সাথে হাতাহাতি শুরু হয়। এরপরই সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পরে। পরবর্তীতে সেই মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এতে ঘটনাস্থলেই ইমন পাঠান নিহত হয়। এবং ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সাকিব মারা যায়। এদিকে এই ঘটনায় সালিশের বিচারকসহ গুরুতর আহত হয় অন্তত ৫ জন। যাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে বিভাগের চিকিৎসক ড.ফেরদৌস জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে এক তরুণ মৃত ছিলো। অপর কয়েকজন গুরুতর আহত ছিলেন। গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।