মুন্সিগঞ্জ, ১০ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ৩টার দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট সংলগ্ন বাগমামুদালিপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ‘গণসমাবেশ’ কর্মসূচি আহবান করেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
তিনি আমার বিক্রমপুর কে জানিয়েছেন, উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং বিএনপি-জামায়াত অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি আহবান করা হয়েছে। এতে ব্যাপক লোকসমাগম ঘটানো হবে। এছাড়া আগামী ১২ জুলাই ঢাকায় একদফা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। তাই কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় মুন্সিগঞ্জে ১১ জুলাই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করবেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাবুল এবং প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।
এতে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকার কথা রয়েছে।