মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শনিবার (৩ এপ্রিল) বেলা ৩ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেন মন্টুর স্ত্রী সেলিনা বেগম (৩০) কে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আটক সেলিনা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৬ টি মাদকের মামলা আছে। সেলিনা বেগম এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।