মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা আনুমানিক নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি সোনার গহনা নিয়ে গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতার স্ত্রী।
গতকাল রোববার (২১ মার্চ) দুপুরে মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া’র খালইস্টের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা সাইদুর রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, তিনি গত বুধবার বিকেলে ভ্রমণের উদ্দেশ্যে রাঙ্গামাটি ও বান্দরবান যান। তার প্রবাসী দুই ছেলে প্রায় ১১ লাখ টাকা পাঠায়। এ টাকা তিনি ঘরে রেখে যান। শনিবার রাতে তার স্বামী আ.লীগ নেতা সাইদুর রহমান মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের সাথে দেখা করে কয়েক মিনিটের জন্য ঘরে ফিরে আসেন। এরপর তিনি বাড়ি থেকে ঢাকায় চলে যান। এই সুযোগে তার বাড়িতে ডাকাতি হয়। এলাকায় ঠিকাদারি ব্যবসা করেন বলে নগদ টাকা ঘরে রাখতে হয় বলে দাবি জানান সাইদুরের স্ত্রী।
তিনি জানান, শহরের খাসকান্দি এলাকায় সাইদুর রহমানের নিজস্ব বাড়ি। সেখানে তার স্বামীর সাথে বিরোধ আছে একটি গ্রুপের। সেই গ্রুপের লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে এর আগে খাসকান্দি গ্রামের সাইদুর রহমান ও তার বাড়িতে হামলা চালিয়েছে। সেই মামলার আসামি ও অস্ত্র পুলিশ আজও উদ্ধার করতে পারেনি।
সেই চক্রটিই হয়তো মুন্সিগঞ্জে সাইদুরের উপস্থিতি টের পেয়ে তার ওপর হামলার উদ্দেশ্যে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। সাইদুরকে না পেয়ে ঘরের রক্ষিত টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তিনি তার স্বামীর জীবনের নিরাপত্তা চান।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘরে টাকা ও স্বর্ণালঙ্কার থাকার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।