মুন্সিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পরিবেশ অসন্তোষজনক, লেবেলবিহীন অনুনমোদিত খাদ্যসামগ্রী মজুদ ও আরও কয়েকটি অনিয়মের দায়ে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকার জনপ্রিয় রেষ্টুরেন্ট ‘হাজী রেস্তোরাঁ’কে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কতৃপক্ষ।
সোমবার দুপুর ১ টার দিকে সুপারমার্কেট চত্বর এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা অভিযান শেষে জরিমানা ধার্য ও আদায় করেন।
অভিযানে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক জানান, সোমবার সকাল থেকে শহরের হাজী রেস্তোরাঁ ও ফাস্টফুডে অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করা, একই তেল বারবার ব্যবহার করা, অনুমোদনহীন ও নিম্ন মানের পণ্যসামগ্রী খাবারে ব্যবহার করা করা হচ্ছে। যেগুলো মানবদেহের জন্য ক্ষতিকর।
এছাড়া প্রতিষ্ঠানের প্রিমিসেন্স লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর প্রমাণ না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।