৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:২২
মুন্সিগঞ্জ-মুক্তারপুর ২কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণ কাজ উদ্বোধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ হেডকোয়ার্টার থেকে মুক্তারপুর আর এইচ ডি (বিসিক ফিল্ড) পর্যন্ত ২ কিলোমিটার সড়ক পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মুন্সিগঞ্জ শহরে প্রবেশের গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘ ৩বৎসর যাবত বেহাল অবস্থায় রয়েছে।

তাই সাধারণ মানুষের প্রবল দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাস্তাটির পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ৩আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস।
পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শ্রমিকরা।
রাস্তাটি প্রায় ৪কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মুন্সিগঞ্জ এর তত্ত্বাবধানে পুনঃ নির্মাণ করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল, যুগ্ন-সাধারণ সম্পাদক আপন দাসসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, রাস্তাটি পুনঃ নির্মাণে ২ ক্যাটাগরিতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯১ লক্ষ টাকা। আগামী জানুয়ারীর মধ্যে যানচলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

error: দুঃখিত!