৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ: মন্ত্রীর প্রোগ্রামে প্রকাশ্যে মামলার আসামি, পুলিশ বলছে ‘পলাতক’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ জুন, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রী, দুই জন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারের বসার পাশের সাড়িতেই এক পলাতক আসামিকে প্রকাশ্যে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে পুলিশ বলছে, ঐ আসামি ‘পলাতক’।

পুলিশের ভাষায় ‘পলাতক’ ঐ আসামি মাহমুদুল হাসান সাদি গতকাল শনিবার (১৯ জুন) দুপুর ১টা থেকে অনুষ্ঠানের শেষে বিকাল ৩টা পর্যন্ত অতিথিদের সামনের চেয়ারে বসে ছিলেন। চলতি বছরের ২৩ এপ্রিল মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি তিনি।

মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া আফসুর ছেলে মাহমুদুল হাসান সাদি গতকাল উদ্বোধন করা ম্যুরালের নির্মাণকারী প্রতিষ্ঠান এম এস ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট লিমিটেডের সত্ত্বাধিকারী।

শনিবার দুপুরে শহরের কোর্টগাঁও এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ও ১০০ জন বীর মুক্তিযোদ্ধার সমরগাঁথা সংকলন ‘রণাঙ্গনের শতস্মৃতি’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জেলা প্রশাসনের উদ্যোগে গত বছরের নভেম্বরে এ ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বদরুদ্দোজা চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন আহমেদ, পুলিশ সুপার আব্দুল মোমেনসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলায় পলাতক আসামি থাকার কথা স্বীকার করে মাহমুদুল হাসান সাদি বলেন, ‘মারামারির মামলায় আমাকে আসামি করা হয়েছিল। কিন্তু মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এটা সবাই অবগত আছেন। যেহেতু, ম্যুরাল নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক আমি, সেজন্য উপস্থিত ছিলাম আয়োজনে।

আসামি মাহমুদুল হাসান সাদি পলাতক আছেন বলে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সুকান্ত বাউল ও কাজল দাস নিশ্চিত করেন। তারা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তারা কোনো জামিনের কাগজ পাননি।

অনুষ্ঠানে উপস্থিত থাকা মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, মারামারি মামলায় পলাতক আসামি মাহমুদুল হাসান সাদি পলাতক আছেন। তবে, বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আসামিকে দেখেননি বলে জানান।

ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে পলাতক আসামির উপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমি বিষয়টি জানি না। আমি এ বিষয়ে কিছু শুনি নাই। আমাকে আগে বললে আমি জিজ্ঞাসা করতে পারতাম। এতদিন ধরে ম্যুরাল হলো, এটা দেখে নাই কেউ?’

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চেলের চরকেওয়ারে সংঘর্ষ হয়। সে ঘটনায় করা মামলায় সাদিসহ ৯৫ জনকে আসামি করা হয়।

error: দুঃখিত!