সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী ও উন্নয়ন বিষয়ক আলোচনা করতে মুন্সিগঞ্জবাসীর সাথে অাজ ১০টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে জেলার শহরস্থ জজকোর্ট ভবনের পাশে ঈদগাহ মাঠে বিশাল প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সায়লা ফারজানা ও পুলিশ সুপার জায়েদুল অালম ফুয়াদ গতকাল এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রী ও অাওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাধারণ জনগনের কাছে তার দলের চেয়েও বেশি জনপ্রিয়।