মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিজয় উৎসব ও গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার রাতে মুন্সিগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানে জেলার ৩ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন।
সংবর্ধিতরা হলেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও নান্নু স্পিনিং মিলের চেয়ারম্যান বিএম শোয়েব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবু সাঈদ সোহান ও সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।