১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা
খবরটি শেয়ার করুন:

ভিন্নমত, প্রতিহিংসা ও একের পর এক দোষারোপ এমনকি হামলা-মামলার ঘটনার জন্ম দেয়া মুন্সিগঞ্জ প্রেসক্লাবে অাজ (১১মে, ২০১৭ইং) ঘোষনা দেয়া হয়েছে নতুন কমিটি।

পূর্বের কমিটির সদস্যবৃন্দ ও জেলায় কর্মরত মূল ধারার গণমাধ্যমের সাথে যুক্ত সাংবাদিকদের সমন্বয়ে শহরের সুপারমার্কেটস্থ প্রেসক্লাবের নিজস্ব ভবনের সভাকক্ষে এক জরুরী সভায় ২৩সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।

এতে সভাপতি হিসেবে রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক পদে ভবতোষ চৌধুরী নূপুর এর নাম ঘোষনা করা হয়।

অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক/ এটিএন বাংলা) সুজন হায়দার জনি (দেশ টিভি) যুগ্ন সম্পাদক ফরিদুল হাসান ফরিদ (আরটিভি) কোষাধক্ষ্য সেতু ইসলাম (ইন্ডিপেন্ডেন্ট টিভি/মানবকন্ঠ) সাংগঠনিক সম্পাদক মউনুদ্দিন সুমন (এনটিভি) দপ্তর সম্পাদক মাসুদুর রহমান (ডেইলি সান) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান (৭১ টিভি) তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানজিল চাকলাদার (ট্রিবিনিউ) প্রচার সম্পাদক সাইফুল ইসলাম টিটু (ইটিভি) ক্রিড়া সম্পাদক শিহাবুল হাসান (চ্যানেল-৯) কার্যকরী সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল (জনকন্ঠ/ মাছরাঙ্গা) আতিকুর রহমান টিপু (করতোয়া) মোজাম্মেল হোসেন সজল (মানবজমিন/ডিবিসি) মু. আবু সাঈদ সোহান (নয়াদিগন্ত) মাহবুব আলম লিটন (সংবাদ) কাজী দিপু (সমকাল) মাসুদ খান (কালেরকন্ঠ) এড.লাভলু মোল্লাহ (বাংলাদেশ প্রতিদিন/বৈশাখী টিভি) সাইদুর রহমান টুটুল (এশিয়ান টিভি/ যুগান্তর) মাসুদ রানা (আলোকিত বাংলাদেশ) আব্দুস সালাম (মুক্ত খবর)।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সংগঠন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।

error: দুঃখিত!